Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যর্থতা ঢাকতেই তালেবানদের অস্ত্র দেয়ার অভিযোগ : মস্কো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

আফগানিস্তানে মার্কিন নীতির ব্যর্থতা আড়াল করতেই মস্কো ও তেহরানের বিরুদ্ধে তালেবান চরমপন্থীদের অস্ত্র সরবরাহ করার অভিযোগ তুলছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেকেন্ড এশিয়ান ডিপার্টমেন্টের ডিরেক্টর জামির কাবুলভ গত বৃহস্পতিবার এ মন্তব্য করেন। বিবিসিকে দেয়া বিশেষ সাক্ষাতকারে আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান জেনারেল জন নিকলসন বলেছিলেন, তাজিকিস্তান সীমান্ত দিয়ে রাশিয়ান অস্ত্র তালেবানদের কাছে পাচার করা হচ্ছে। ২৩ মার্চ ওই সাক্ষাতকারটি প্রকাশিত হয়। রোশিয়া সেগোদনিয়া ইন্টারন্যাশনাল ইনফরমেশান এজেন্সিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাবুলভ বলেন, “তালেবানদের অস্ত্র সরবরাহের জন্য রাশিয়ার বিরুদ্ধে বার বার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে এটা আফগানিস্তানে তাদের ব্যর্থতার জন্য একটা চমৎকার অজুহাত। ইরান ও পাকিস্তানের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।” গত আগস্টে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তালেবানদের অস্ত্র দেয়ার জন্য রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তিনি এমনটি এটাও বলেছিলেন যে রাশিয়া তালেবানদের অস্ত্র সরবরাহ করছে, এটা আন্তর্জাতিক নীতির বিরোধী। রাশিয়ার কর্মকর্তারা এই দাবি নাকচ করে দেন এবং বলেন মস্কো কখনই ওই গ্রুপকে সহায়তা করেনি। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ