কান উৎসবে উদ্বোধন হলো ‘মুজিব’ বায়োপিকের ট্রেলার
.jpg)
কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ (Mujib: The Making of a Nation) চলচ্চিত্রটির ট্রেলার
গত বছরের স্বাধীনতা দিবসে ফাহাদ রিয়াজীকে বিয়ে করেছিলেন গ্ল্যামারাস নাট্যাভিনেত্রী তাসনোভা এলভিন। বিয়ের এক বছর পূর্ণ করেছেন তিনি। নিজেকে পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে গড়ে তোলা তার লক্ষ্য। একের পর এক ভালো ভালো কাজ করছেন তিনি। তাসনোভা ব্যস্ত রয়েছেন আদিবাসী মিজানের নির্দেশনায় ধারাবাহিক ‘মিস্টার টেনশন’, কাজল আরেফিন অমি’র ‘ব্যাচেলর পয়েন্ট’, ইমেল হকের ‘ওয়েলকাম ক্লাব’-এ। এই ধারাবাহিকগুলো নিয়মিতভাবে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। এছাড়া তিনি এস এ হক অলিক, নাজনীন হাসান চুমকী, মনিরুজ্জামান নির্দেশিত ধারাবাহিকে অভিনয় করছেন। এগুলো শিগগিরই প্রচারে আসবে। স্বাধীনতা দিবসে ইউটিউবে প্রকাশিত হয়েছে তাসনোভা এলভিন অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তানিম রহমান অংশু পরিচালিত ‘নতুন দিনের যোদ্ধা’। গত ভালোবাসা দিবসে এলভিন অভিনীত আশফাক নিপুণ পরিচালিত ‘ছুটির ঘন্টা’, ইমরাউল রাফাত পরিচালিত ‘আমাদের ভালোবাসা’, বুলবুল বিশ্বাস পরিচালিত ‘একটি ভালোবাসার অনুগল্প’তে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। এলভিনের প্রবল আগ্রহ আছে চলচ্চিত্রে অভিনয় করার। এলভিন বলেন, ‘ভালো গল্প এবং চরিত্রে অভিনয় করার সুযোগ পেলে অবশ্যই করবো। এক্ষেত্রে গুণী নির্মাতা হতে হবে।’ সুবর্ণা মুস্তাফা এবং জয়া আহসানই এলভিনের অভিনয়ে আসার অনুপ্রেরণা। ২০১০ সালে লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় শীর্ষ ১৫’তে পৌঁছেছিলেন তিনি। তাহের শিপনের নির্দেশনায় তিনি প্রথম ‘ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো’ নাটকে অভিনয় করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।