Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনে আরো কঠোরতা থাকতে হবে সোশ্যাল মিডিয়ার তথ্যও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন করতে হলে এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তারিত তথ্য দিতে হবে। নতুন এই নিয়ম যেকোনো দেশের এবং যেকোনো ক্যাটাগরিতে আবেদনকারীর জন্যই প্রযোজ্য হবে। ট্রাম্প সরকারের অভিবাসন নীতিতে শীঘ্রই এই সংযোজন আসবে বলে শুক্রবার জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। স্টেট ডিপার্টমেন্টের দেওয়া নতুন এই প্রস্তাব অনুযায়ী, গত পাঁচ বছরে যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম আবেদনকারী ব্যবহার করেছেন, তার মাধ্যমে আবেদনকারীর মানসিকতা খতিয়ে দেখে তাদের যাচাই করা হবে। তবে, কূটনীতিক ও সরকারি ক্যাটাগরিতে আবেদনকারীদের এ ব্যাপারে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে না বলেও প্রস্তাবে উল্লেখ আছে। যে বা যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চান তাদের প্রত্যেকের সামাজিক যোগাযোগ মাধ্যমের পুরো ইতিহাস সংগ্রহ করে তা বিশ্লেষণ করতে চায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে একটি প্রস্তাবনা আনা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এ প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীর ফেসবুক ও টুইটার একাউন্টের বিস্তারিত যাচাই করে দেখা হবে। আবেদনকারীকে এসব একাউন্টের বিপরীতে বিস্তারিত তথ্য দিতে হবে। গত পাঁচ বছরে আবেদনকারীর সামাজিক সব পরিচয় (আইডেনটিটির) বিস্তারিত প্রকাশ করতে হবে। ইমিগ্রান্ট অথবা নন-ইমিগ্রান্ট ভিসা আবেদনকারী উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এতে বলা হয়েছে, নতুন এ প্রস্তাবনা অনুযায়ী, ভিসা আবেদনকারীকে তাদের গত পাঁচ বছরের টেলিফোন নম্বর, ইমেইল আইডি এবং যেসব দেশ সফর করেছেন তা জানাতে হবে। এতে তাদেরকে পরিষ্কার করে বলতে হবে, কোন দেশ থেকে তাদেরকে বের করে দেয়া হয়েছে কিনা। স্পষ্ট করে জানাতে হবে তাদের কোনো আত্মীয় সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিল কিনা। তবে এসব শর্ত ওই সব দেশের জন্য প্রয়োজন্য হবে না, যেসব দেশকে যুক্তরাষ্ট্র অবাধ ভিসা সুবিধা দিয়েছে। এমন দেশের মধ্যে রয়েছে বৃটেন, কানাডা, ফ্রান্স ও জার্মানি। এমন তালিকায় নেই ভারত, চীন মেক্সিকোর মতো দেশ। নিউ ইয়র্ক টাইমস, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ