নির্বাচনে ফিক্সিংয়ের বিরুদ্ধে হুঁশিয়ারি ইমরান খানের
পিটিআই চেয়ারম্যান ইমরান খান তার দলের কর্মীদের এবং সমর্থকদের পাঞ্জাবের আসন্ন উপ-নির্বাচনের সময় কারচুপির বিষয়ে সতর্ক করে বলেছেন যে, এখন নির্বাচনী ‘আম্পায়াররা’ সরকারের পক্ষে দাঁড়িয়েছে।
লিবিয়ায় পূর্বাঞ্চলে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এত বেসামরিক নাগরিকসহ আটজন নিহত হয়েছেন বলে জানা গেছে। রাজধানী শহর ত্রিপোলি থেকে ৮৪০ কিলোমিটার দূরে আজদাবিয়া শহরে নিরাপত্তা বাহিনীর এক ব্যারিকেডের কাছে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে স্থানীয় নিরাপত্তা বাহিনীর প্রধান জেনারেল ফাউজি অল-মনসুরি জানান, দেশের প্রভাবশালী খলিফা হাফতারের অনুগত নিরাপত্তা বাহিনীর ব্যারিকেডের কাছেই আত্মঘাতী বিস্ফোরণট ঘটানো হয়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।