Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০, ১৯ চৈত্র ১৪২৬, ০৭ শাবান ১৪৪১ হিজরী

বিবাহবিচ্ছেদের কারণে ‘অন্ধকারে’ ছিলেন ড্রু ব্যারিমোর

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

হলিউডের অভিনেত্রী ড্রু ব্যারিমোর জানিয়েছেন উইল কোপেলম্যানের সঙ্গে বিবাহবিচ্ছেদের কারণে তিনি এক ‘অন্ধকার আর ভীতিকর জায়গায়’ পতিত হয়েছিলেন।
তিনি জানান নেটফ্লিক্সের ‘স্যান্টা ক্লারিটা ডায়েট’ সিরিজের কাজ পাবার পর তিনি সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।
“আমি আসলেই কোনো কাজের খোঁজে ছিলাম না। আমি বাচ্চাদের সময় দেবার জন্য আমি কয়েক বছর অভিনয় থেকে দূরে ছিলাম। তারপরই আমার জীবনে পরিবর্তন আসে, তাদের বাবার সঙ্গে আমার দূরত্ব বাড়তে থাকে আর সেই সময়টা ছিল খুব কষ্টের। আমি অবশ্যই সে সময় এক অন্ধকার আর ভীতিকর অবস্থায় ছিলাম, তখনই এই স্ক্রিপ্টটি আসে। আমি ভাবলাম সময়টা ভাল নয়, কাজটা নিয়ে নিই। আমার মনে হয় আমি এ থেকে ভাল শিক্ষা পেয়েছি,” ব্যারিমোর বলেন।
ব্যারিমোর আর কোপেলম্যান দাম্পত্য জীবনে কন্যা অলিভ (৫) এবং ছেলে ফ্র্যাঙ্কির (৪) মা-বাবা হন।
ব্যারিমোর মনে করেন ‘স্যান্টা ক্লারিটা ডায়েট’ সিরিজে তার রূপায়িত চরিত্রটি তাকে সেই ‘অন্ধকার আর ভীতিকর জায়গা’ থেকে বের করে এনেছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন