Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

শাসন মেনে না নিলে পালিয়ে যাও

বিদ্রোহীদের প্রতি সিরিয়া ও রাশিয়ার আহবান

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তরাঞ্চলে অবস্থানকারী বিদ্রোহীদের রাষ্ট্রীয় শাসন মেনে নিতে নতুবা এলাকা ছাড়তে বলেছে রাশিয়া এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গত মঙ্গলবার সিরিয়া সরকার ও তার মিত্র রাশিয়ার এক মুখপাত্র এ ঘোষণা দেন। খবরে বলা হয়েছে, রাজধানী দামেস্ক থেকে ৪০ কিলোমিটার দূরে ও পূর্ব ঘৌতা থেকে পৃথক রাখা কুলামনের পূর্বাঞ্চলের বিদ্রোহীদের সাথে এক সাক্ষাতের সময় একজন রাশিয়ার কর্নেল ও সিরিয়ার বিমান বাহিনীর এক গোয়েন্দা কর্মকর্তা এ শর্ত দিয়েছে বলে জানিয়েছেন বিদ্রোহী দলের মুখ্যপাত্র শহিদ আহমেদ আবদো। তিনি আল-হাডেথ টেলিভিশনকে বলেন, রাশিয়া ও সিরিয়ার পক্ষ থেকে ফ্রি সিরিয়ান আর্মিকে প্রকাশ্যে বার্তা দেওয়া হয়েছে যে, হয় সম্বনয় করো নতুবা সরকারের কাছে সব ধরনের অস্ত্র জমা দিয়ে নিরস্ত্র হয়ে পূর্ব কুলামন ছেড়ে চলে যাও। সিরিয়ায় বিদ্রোহীদের অধিকৃত শেষ গুরুত্বপূর্ণ স্থান পূর্ব ঘৌতা থেকে যোদ্ধা ও বেসামরিক নাগরিকদের প্রস্থান বিষয়ে একটি চূড়ান্ত চুক্তি সম্পাদিত হয়েছে বলে রোববার একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে। এর ফলে দেশটির সরকারি বাহিনীর রাজধানী দামাস্কাসের নিকটবর্তী বিদ্রোহী অধ্যুষিত শহরটি পুনরায় দখল করার সুযোগ তৈরি হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সরকারের মিত্র রাশিয়ার মধ্যস্থতায় সম্পন্ন এ চুক্তির মাধ্যমে জাইস-আল-ইসলাম বিদ্রোহীদের একটি অংশ ঘৌতার মূল শহর দুমা ছেড়ে বিদ্রোহী অধিকৃত উত্তর সিরিয়ায় চলে যাবে। বিদ্রোহীদের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো নিশ্চয়তা দেয়া হয়নি, তবে সরকার সমর্থিত সংবাদপত্র আল-ওয়াতান ‘কূটনৈতিক সূত্রগুলোকে’ উদ্ধৃত করে জানায়, চুক্তির আওতায় যোদ্ধারা ভারী অস্ত্র ও দুমা ত্যাগ করে উত্তর সিরিয়ায় চলে যাবে। আনাদোলু,পার্সটুডে।



 

Show all comments
  • MA Salam ৫ এপ্রিল, ২০১৮, ৪:০৭ এএম says : 0
    desh ta je akhon kader seta e to bujtesi na
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ