Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কৃষকের বাড়ল ২ টাকা, মিলারের ৪ টাকা

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আগের বছরের চেয়ে কেজিতে যথাক্রমে চার এবং দুই টাকা বাড়িয়ে সরকারিভাবে সংগ্রহের জন্য ধান ও চালের দাম নির্দিষ্ট করেছে সরকার। এবার চাল সংগ্রহ করা হবে কেজি প্রতি ২৮ টাকায়, আর ধান কেনা হবে ২৬ টাকায়। গত বছর যথাক্রমে ৩৪ ও ২৪ টাকা ছিল চাল ও ধানের ক্রয় মূল্য। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজারে ধান-চালের বর্ধিত মূল্যের বাস্তবতায় এই দাম নির্ধারণ হয়েছে। অবশ্য আতপ চালের দাম সিদ্ধ চালের তুলনায় কেজিতে এক টাকা কমে অর্থাৎ ৩৭ টাকায় সংগ্রহ হবে। আবার এবার অভ্যন্তরীণভাবে কোনো চাল সংগ্রহ করা হবে না।
গতকাল রোববার সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ মে থেকে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়ে ৩১ আগস্ট শেষ হবে বলে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, এবার কৃষকদের কেজি প্রতি চাল উৎপাদনের খরচ ধরা হয়েছে ৩৬ টাকা। কৃষকদের উৎসাহিত করার জন্য আমরা দুই টাকা বেশি দিয়ে ৩৮ টাকা ধরে চাল সংগ্রহ করব। এবার মোট আট লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং এক লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে সরকার। এছাড়া দেড় লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। গত বছর বন্যায় ফসলহানি হলেও এবার ব্যাপক উৎপাদন হবে। মন্ত্রী বলেন, এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এবারের বোরো ধান থেকে ১ কোটি ৯০ লাখ টন চাল আমরা পাব বলে আমাদের টার্গেট। তবে অন্যান্য বছরের মতো এবার গমের সংগ্রহ মূল্য ঘোষণা করা হয়নি। এবার গম উৎপাদন হচ্ছে ১৩ লক্ষ মেট্রিক টনের মত। গম আমাদের দেশে উৎপাদন কম হয়, দেশের বাইরে থেকে আমদানি করা হয়। সরকারি- বেসরকারি মিলিয়ে প্রায় ৪৫ লক্ষ মেট্রিক টন গম আমদানি করা হয়। চাহিদার তুলনায় উৎপাদন কম বলে সরকারিভাবে গম সংগ্রহ করা হবে না। খাদ্য মন্ত্রী বলেন, বোরোর বাম্পার ফলন হওয়ায় সরকার এবার ১০ লাখ মেট্রিক টন বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্য ঠিক করেছে। এর মধ্যে আট লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, এক লাখ টন আতপ চাল এবং দেড় লাখ টন বোরো ধান ( দেড় লাখ টন ধানে এক লাখ টন চাল পাওয়া যাবে) সংগ্রহ করা হবে। এবার বোরো চালের উৎপাদন খরচ ৩৬ টাকা ধরা হয়েছে।
গত বছর বোরো মৌসুমে হাওরে অকালে ঢল এবং উত্তর ও মধ্যাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যায় ধানের ব্যাপক ক্ষতি হয়। এর প্রভাব পড়ে বাজারে। এক বছরের মধ্যে চালের দাম ৩৫ শতাংশ থেকে শুরু করে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। এরপর সরকার বিদেশ থেকে আমদানির পাশাপাশি বেসরকারি খাতে শুল্ক তুলে দেয়। এতে দাম কিছুটা কমে আসলেও গত বছরের একই সময়ের তুলনায় চালের দাম এখন ২৫ শতাংশের বেশি। এই অবস্থায় আগের বছরের সমান দাম রাখলে সংগ্রম অভিযান ব্যর্থ হওয়ার আশঙ্কা ছিল বলে দাম বাড়িয়েছে সরকার। বোরো ধান কাটা এখনও পুরোদমে শুরু না হলেও কোথাও কোথাও আগাম ফসল কাটা শুরু হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারি গুদামগুলোতে এখন ৯ দশমিক ৬৯ লাখ মেট্রিক টন চাল এবং ৩ দশমিক ৬২ লাখ মেট্রিক টন গম মজুদ আছে। উৎপাদন কম হওয়ায় এবার সরকারিভাবে গম সংগ্রহ করা হবে। এবার দেশে ১৩ লাখ মেট্রিক টনের মত গম উৎপাদন হবে। খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষকের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ