Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

বাকৃবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৮, ৩:২৪ পিএম

কোটা পদ্ধতি সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় হাজার হাজার শিক্ষার্থী সেখানে জড়ো হয়। ঘটনাস্থলে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে পুলিশ প্রশাসন।
এরপর শিক্ষার্থীরা কৃষি বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে রেলপথ অবরোধ করলে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ফাতেমানগর রেলস্টেশনে, তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস গফরগাঁও রেলস্টেশনে এবং ঢাকাগামী বলাকা ট্রেন ময়মনসিংহ রেলস্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ