Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঝিনাইদহে শিক্ষার্থীদের সাথে পুলিশের বাদানুবাদ ও ধস্তাধস্তি

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১:০২ পিএম

কোটা সংস্কারের দাবিতে ঝিনাইদহের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের বাদানুবাদ ও ধস্তাধস্তির মধ্যদিয়ে কর্মসূচি শেষ হয়েছে। বুধবার সকাল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় ও কেসই কলেজের শিক্ষার্থীরা ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের শহীদ মিনার চত্বরে কর্মসূচি পালন করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। বুধবার সকালে চুয়াডাঙ্গা বাসস্থানদের শহীদ মিনার চত্বরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রান্ত, মিম, সাকিব, আতিক, সুদিপ্ত, দিবা, আকাশ, নিশি ও সাগরসহ অর্ধশত শিক্ষার্থী কোটা সংস্কারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে চাইলে ধস্তাধস্তি ও বাদানুবাদের ঘটনা ঘটে। ইবির শিক্ষার্থী সুদিপ্ত জানান, পুলিশের অনুরোধে তারা চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে তারা ঝিনাইদহ সরকারী কেসি কলেজ ও পরে শহরের পায়রা চত্বরে জড়ো হয়। সেখানে ঝিনাইদহ থানার ওসি (অপারেশন) মহসিনের নেতৃত্বে একদল পুলিশ তাদের ঘিরে রাখে। এ সময় ঘন্টাব্যাপী অবরুদ্ধ থাকার পর তারা একই দাবীতে আগামীকাল বৃহস্পতিবার ঝিনাইদহ শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে দায়িত্বে থাকা এসআই জসিম জানান, সকালে কতিপয় শিক্ষার্থী কোটা সংস্কারের দাবিতে মানববন্ধনের চেষ্টা করে। পুলিশ তাদের বুঝিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। এ ব্যাপারে ঝিনাইদহ থানার ওসি এমদাদুল হক শেখ জানান, কোটা সংস্কারের দাবিতে শহরের পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচির জন্য আসে। পরে তারা এমনি এমনিই চলে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার

২৭ আগস্ট, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ