Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেত্রকোনায় কৃষক হত্যায় একজনের মৃত্যুদন্ড, দুইজনের যাবজ্জীবন

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

পূর্ব শত্রুতার জের ধরে ৬০ বছরের বৃদ্ধ কৃষক ইসমাইল হোসেনকে নিজ বসত ঘরে উপর্যোপুরি ছুরিকাঘাতে হত্যার দায়ে এক জনকে মৃত্যুদন্ড ও দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে নেত্রকোনা আদালত। জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা গতকাল বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী হচ্ছে নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের চারিগাঁও পাড়া গ্রামের মৃত আব্দু রেজ্জাকের পুত্র আলিম উদ্দিন (২৮)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হচ্ছে, একই গ্রামের রজব আলী’র পুত্র ইলিয়াস (২২) ও আব্দুল জব্বারের পুত্র আজিজুল (৩৫)। রায়ে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড দেয়া হয়। মামলার সংক্ষিপ্ত বিবরণীতে প্রকাশ, পূর্ব শত্রুতার জের ধরে উল্লেখিত আসামীরা বিগত ২০১৩ সালের ১ জানুয়ারী রাত সাড়ে ৯টার দিকে চারিগাঁও পাড়া গ্রামের মৃত ইব্রাহিম শেখের পুত্র ইসমাইল হোসেনের (৬০) বসত ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আশংকাজনক অবস্থায় ইসমাইলকে দূর্গাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহতের স্ত্রী জমিলা খাতুন বাদী হয়ে ৩ জানুয়ারী আলিম উদ্দিনকে আসামী করে দূর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ