Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

এমিবিক লিভার এবসেস

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ এক ধরনের প্রোটোজোয়া দিয়ে লিভারে ফোঁড়া হয়। জীবানুটার নাম এন্টামিবা হিস্টোলাইটিকা। দূষিত পানি বা খাবারের মাধ্যমে জীবাণুটি শরীরে প্রবেশ করে। তারপর অন্ত্র থেকে রক্তের মাধ্যমে লিভার বা যকৃতে যেয়ে এবসেস বা ফোঁড়া সৃষ্টি করে।
এমিবিক লিভার এবসেসে বিভিন্ন উপসর্গ থাকে। যেমন:-
১। পেটের উপরের ডানদিকে ব্যথা।
২। জ্বর ৩। ঘাম হওয়া ৪। কাঁপুনি ৫। অস্বস্তি
৬। বমিভাব, বমি ইত্যাদি
ভালভাবে ইতিহাস নিয়ে এবং শারীরিক পরীক্ষা করে এমিবিক লিভার এবসেস ডায়াগনসিস করা যায়। লিভার বড় হয়ে যায়। পরীক্ষা করলে বোঝা যায়। লিভারে ব্যথাও থাকে।
এমিবিক লিভার এবসেস ডায়াগনসিস এর জন্য বিভিন্ন ল্যাবটেস্ট করা হয়। এর মধ্যে আছে।
১। রক্ত পরীক্ষা । ২। আল্টাসনোগ্রাম, ৩।লিভার ফাংশন টেস্ট
৪। সিটি স্ক্যান।
তবে সবার সব পরীক্ষা লাগেনা। একজন উপযুক্ত চিকিৎসকই ল্যাবটেস্ট নির্ধারণ করবেন।
মেট্রোনিভাজল ও টিনিডাজোল দিয়ে এমিবিক লিভার এবসেসের চিকিৎসা করা হয়। তবে এবসেস বড় হলে নিডলের সাহায্যে পুঁজ বের করে তারপর মেট্রোনিডাজল দেয়া হয়।
এমিবিক লিভার এবসেসের কিছু জটিলতা আছে। এবসেস ফেটে যেতে পারে। পুঁজ ছড়িয়ে যেতে পারে পেটের পেরিটোনিয়ামে, ফুসফুসের প্লুরাতে এবং হার্টেও পেরিকার্ডিয়ামে। অনেক সময় ফুসফুসের ভেতরে পুঁজ চলে যায়। তখন পুঁজ কাশির সাথে বের হয়ে আসে।
এমিবিক লিভার এবসেস পরিচিত অসুখ। আমাদের দেশের হাসপাতালে এসব রোগী প্রায়ই পাওয়া যায়।

-ডাঃ মোঃ ফজলুল কবির পাভেল



 

Show all comments
  • Badhon kirtania ৯ ডিসেম্বর, ২০২১, ১১:১৮ এএম says : 0
    আমার নাভির উপর দিয়ে মাঝে মাঝে ব্যাথা করে, পায়খানা ঠিক মতন হয় না এবং মাঝে মাঝে হাত ও পায়ের বোদ থাকে না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমিবিক

১৩ এপ্রিল, ২০১৮
আরও পড়ুন