Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিমসটেক মোটরযান চুক্তি নিয়ে থাইল্যান্ডের উদ্বেগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিমসটেকের প্রস্তাবিত মোটর যান চুক্তি নিয়ে উদ্বেগ জানিয়েছে থাইল্যান্ড। এই চুক্তির অধীনে ভারতের ট্রাকচালকরা মিয়ানমারের মধ্যে দিয়ে ত্রিদেশীয় হাইওয়ে দিয়ে চলাচল করতে পারবে। থাইল্যান্ড বলেছে, শুধু স্থানীয় মালিকানাধীন পরিবহন ফার্মগুলোকে এই রুটে চলাচলের অনুমতি দেয়া উচিত যাতে স্থানীয়দের স্বার্থ রক্ষা হয়। থাই দূত চুতিনটোর্ন স্যাম গোংসাকদি জানিয়েছেন বিমসকেট এমভিএ বৈঠকে থাইল্যান্ডের উদ্বেগের বিষয়টি জানানো হয়েছে। ৮-১০ এপ্রিল এই বৈঠক অনুষ্ঠিত হয়। গোংসাকদি বলেন, মোটর যান চুক্তিতে সম্মত হওয়ার আগে থাইল্যান্ড বলেছে যে শুধুমাত্র স্থানীয় মালিকানাধীন কোম্পানিগুলোর যানবাহনকে যাতায়াতের অনুমতি দেয়া উচিত যাতে এটা স্থানীয় প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষা করে। তিনি বলেন, থাই প্রতিনিধি দলের কেউই বৈঠকে অংশ নেয়নি। তবে এখানকার থাই দূতাবাস বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে। বিমসটেকের মধ্যে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং থাইল্যান্ড রয়েছে।সূত্র : ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ