Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাবনায় বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

পাবনা শহর এবং আশপাশের এলাকার উপর গত বুধবার দিবাগত রাতে প্রচন্ড বেগে বয়ে যাওয়া ঝড়, বৃষ্টি ,শীলা এবং বজ্রপাতে ব্যাপক ক্ষতি হয়েছে। শহরের আরিফপুর এলাকার পরিত্যক্ত ওয়েলল্ডেং ঢালাই নামক স্থানে বিদেশ প্রবাসী এক ব্যক্তির বাড়িতে বজ্রপাত হলে দেওয়ালের ইট ধ্বসে গৃহবধূ আনিসা বেগম আহত হন। ঝড়ে বিভিন্ন স্থানে গাছ-পালা উপরে অর্ধ শত জন আহত হন। ফসলের ক্ষতি সাধন হয়েছে। শহরে প্রায় দেড় ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পল্লী বিদ্যুতের আওতাধীন উপজেলায় সারা রাত বিদ্যুৎ সরবরাহ ছিল না বলে জানা গেছে। প্রবীন মানুষ জন বলছেন, চৈত্র মাসে প্রবল বেগে ঝড় তারা আগে দেখেননি। অনেকে এই ঝড়ের নতুন নাম দিয়েছেন ,‘ চৈত্র-বৈশাখী’ ঝড়’। পাবনা জেলা দুযোর্গ ও ত্রাণ দপ্তরের এক সূত্র জানা গেছে, চতুর্থ দফা ঝড়ে কমপেক্ষ ৪ শতাধিক দূর্বল কাচা-ঘর-বাড়ি বিনষ্ট হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৈশাখী ঝড়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ