যশোরের পুলিশ সুপারকে ডিএমপিতে বদলি
যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, যশোরের
নওগাঁর রানীনগরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে রানীনগর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক (৪০) উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের আনোয়ারুলের ছেলে।
সান্তাহার জিআরপি থানার ওসি আকবর হোসেন জানান, ভোরে রেলক্রসিং পার হচ্ছিলেন আশিক। এ সময় ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।