Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

উত্তম চরিত্র গঠনে দ্বীনি শিক্ষার বিকল্প নেই -মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, মানুষের জন্য জ্ঞান অর্জন ও তার সঠিক ব্যবহার আবশ্যক। দিন দিন শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে কিন্তু নৈতিকতা তুলনামূলক হ্রাস পাচ্ছে। আউলিয়ায়ে কিরামের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো দ্বীনি জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করতে কাজ করে যাচ্ছে। তাদের সুনিপুণ তরবিয়তের মাধ্যমে আলোর পথে পরিচালিত হচ্ছে আগামী প্রজন্ম। তাই উত্তম চরিত্র গঠনে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। তিনি গতকাল শুক্রবার শাহপরানস্থ ইসলামাবাদে আলহাজ্ব আব্দুল মতিন খান একাডেমি ও হিফযুল কুরআন সেন্টার-এর নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন খাঁন সাইফীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, চান্দাইপাড়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ছরওয়ারে জাহান, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা আব্দুল মুছাব্বির, আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ কুতবুল আলম, বিশ্বনাথ আলিয়া মাদ্্রাসার প্রিন্সিপাল মাওলানা নোমান আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার, সিলেট মহানগর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ মুহিবুর রহমান। হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফিজ ওলিউর রহমানের সঞ্চালনায় ও একাডেমির প্রধান শিক্ষক মাওলানা সোহেল আহমদ এর শুভেচ্ছা বক্তব্যে সুচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা সৈয়দ কুতবুল আলম, হেলিমিয়া তাহেরিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জালাল উদ্দিন, আব্দুল মতিন খান একাডেমির সহ সভাপতি খান মুহাম্মদ মনির, মুহাম্মদ কমর উদ্দিন, মাওলানা শাহ ফারুক আহমদ ফারুকী, সৈয়দ কবির আহমদ, সিরাজ উদ্দিন মাস্টার, তালিমুল ইসলাম, সায়নুল হক, মাওলানা তরিকুল ইসলাম, হাফিজ মাওলানা সালেহ আহমদ, মাওলানা মাজহারুল ইসলাম, ইসলাম উদ্দিন শরীফ, পিয়ার হাসান, ইয়াহইয়া আহমদ, আলী আহমদ চৌধুরী, আবু বকর, মাদরাসার শিক্ষক হাফিয আলা উদ্দিন, নজরুল ইসলাম, মামুন খান, আব্দুল্লাহ আল মামুন, নুর মিয়া, তাজ উদ্দিন , রাজু মিয়া, ফরিদ মিয়া প্রমুখ।
সবশেষে মতিনিয়া সাঈফিয়া শিল্পীগোষ্ঠী কর্তৃক ইসলামী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ