বিরলে সড়ক দুর্ঘটনায় ৩ যুবকের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল চালক আরোহীসহ ৩ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত
হত্যা মামলায় মৃত্যু দন্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামী এরশাদ (৩৪) কে নরসিংদী মডেল থানা পুলিশ একটি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলিসহ গত বৃহস্পতিবার গভীর রাতে নরসিংদীর শহরতলীর ঘোড়াদিয়া বনবিভাগ এলাকা থেকে গ্রেফতার করেছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান জানান, নরসিংদীর চঞ্চল্যকর আইয়ূব মিয়া ওরফে বুলেট হত্যা মামলার মৃত্যু দন্ডাদেশ প্রাপ্ত আসামী এরশাদ ২০১৬ সালের ১৯ ডিসেম্বর থেকে পলাতক ছিল। নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মোঃ মোজাফ্ফর হোসেন এর নেতৃত্বে এসআই খালেদ হাসান, মোঃ জাকির হোসেন, মোঃ মোজাফ্ফর হোসেন ও এ এসআই হামিদুল ইসলাম তাদের সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী শহরতলীর বনবিভাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত এরশাদ চাঁদপুর জেলার মতলব থানার আমুয়াকান্দা গ্রামের মৃত সাদেকের পুত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।