কুয়াকাটায় যাবার পথে বরিশালে সড়ক দুর্ঘটনায় ঢাকার দুই ছাত্র নিহত

বরিশাল-ফরিদপুর ঢাকা জাতীয় মহাসড়কের উজিরপুরের বামরাইলে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ছাত্র নিহত
সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু। গতকাল শুক্রবার দনিয়ায় ৬১ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত এক আলোচনা সভা ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এই এলাকায় তিনটি ওয়ার্ড দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়েছে। দক্ষিণের মেয়র সাঈদ খোকন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় এই তিন ওয়ার্ডের উন্নয়নের জন্য ২২৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নিজের ইচ্ছার কথা প্রকাশ করে মনিরুল ইসলাম মনু বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিতে হবে। আতিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষের মিছিল দনিয়া ক্লাব এলাকায় এসে জমায়েত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।