১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

ঘনকুয়াশার কারণে দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত
কুষ্টিয়ার পোড়াদহ স্টেশনে ট্রেনে কাটা পড়ে আয়াতুল্লা (১৭) ও মমিন নামে ২ কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর সোয়া ১২টার দিকে মিরপুর উপজেলার পোড়াদহ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আয়াতুল্লা সদর উপজেলার বড় আইলচড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। পোড়াদহ স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, দুপুরে ৫০৬ শাটল ট্রেনের ইঞ্জিন ঘোরানো হচ্ছিল। এ সময় তারা মোটরসাইকেল নিয়ে লাইনের উপর চলে এলে ইঞ্জিনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই আয়াতুল্লা মারা যায়। এসময় আহত হয় মমিন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।