Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বগুড়ায় ৩ দিনের বৈশাখী মেলায় গান গাইলেন এটিএন বাংলা চেয়ারম্যান

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে টিএমএসএস এর উদ্যোগে মম ইন বিনোদন পার্ক বালাপাড়া ঠেঙ্গামারা বগুড়ায় তিন দিনব্যাপী বৈশাখী উৎসব ও মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বগুড়া আগে থেকেই শিল্প সমৃদ্ধ শহর। কালের গর্ভে অনেক কিছুই হারিয়ে গেছে। বগুড়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এটিএন বাংলার উপদেষ্টা মোঃ শামসুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (প্রোগ্রাম) তাসিক আহম্মেদ, টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম,উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএস কানাডিয়ান পরামর্শক ড্যানিস কোউনেস্কী,পরামর্শক (উন্নয়ন) ফারুখ ফয়সল প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকল অতিথিবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং প্রধান অতিথি নিজে একটি গান পরিবেশন করেন। মেলায় স্থাপিত স্টলে বাংলার ঐতিহ্যবাহী খাবার পান্তা, আলু ভর্তা, গরু ও খাসীর মাংশ, দই চিড়া পরিবেশন করা হয়। টিএমএসএস এর ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী বৈশাখী মেলায় রয়েছে বিভিন্ন ধরনের স্টল। প্রতিদিন মেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, কৌতুক। এ ছাড়াও কাবাডি, হাড়ি ভাঙ্গা, বিস্কুট দৌড়, মোরগ লড়াই, লাঠি খেলার আয়োজন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ