Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বর্ণবাদের কারণে যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন চার্লিজ থেরন

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

অভিনেত্রী চার্লিজ থেরন জানিয়েছেন ক্রমবর্ধমান বর্ণবাদের পটভূমিতে তিনি তার দত্তক নেয়া আফ্রিকান-আমেরিকান সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্র ত্যাগের কথা ভেবেছেন।
এল সাময়িকীতে এক সাক্ষাতকারে অভিনেত্রীটি যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।
“আমি ঠিক জানি না নতুন প্রশাসনের অধীনে আমি গত একটি বছর কীভাবে বর্ণনা করব। তবে বলতে পারি মানুষ যেমন ভাবে বর্ণবাদ এখন জীবিত আগের চেয়েও ভাল আছে,” থেরন বলেন।
থেরন আরও জানান বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আর সামাজিক পরিবেশ বিবেচনা করে তিনি তার ছয় আর দুই বছর বয়সী কৃষ্ণাঙ্গ সন্তানের জন্য আরও নিরাপত্তা নিশ্চিত করতে চান।
“এই দেশে এমন কিছু জায়গা আছে যেখানে কাজ পেলেও আমি নেব না। আমেরিকার এমন কিছু জায়গা আছে যেখানে আমি আমার সন্তানদের নিয়ে বেড়াতে যাব না, এটি বড় একটি সমস্যা,” তিনি বলেন।
“এমন অনেক পরিস্থিতি এসেছে যখন আমি আমার সন্তানদের দিকে তাকিয়ে আমেরিকা ছাড়ার কথা বিবেচনা করেছি। কারণ, আমি চাই আমার সন্তানরা নিরাপদে থাকুক।
থেরন দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। দেশটির অ্যপার্টহাইড আমলে তিনি খুব ছোট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ণবাদ

২০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ