ইউক্রেনের এক-তৃতীয়াংশ সেনার আত্মসমর্পণ

লুহানস্ক পিপলস রিপাবলিকের (এলপিআর) লিসিচানস্কের কাছে ইউক্রেনের সামরিক বাহিনীর এক তৃতীয়াংশ সদস্য ইতিমধ্যে আত্মসমর্পণ করেছে।
সউদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই সহোদরসহ ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার ভোরে দেশটির হাইল শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ইমরানুল হক সোহেল (৩৪) ও তার ভাই ইমামুল হক মুন্না (২২)। তারা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামের আবদুল হকের ছেলে। এ ছাড়া অপরজন হলেন একই উপজেলার শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল রানা (৩০)। অন্যদের পরিচয় পাওয়া না গেলেও একজন ফেনীর ও দুজন নোয়াখালীর বাসিন্দা।
নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাতে অন্যদিনের মতো নিজেদের ঘরে ঘুমচ্ছিল তারা। ভোরের দিকে ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।