Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভুল ভিডিও দেখিয়ে আউট!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আইপিএলে গত মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে ঘটেছে ভয়াবহ এক ভুলের ঘটনা। ১৮তম ওভারে জসপ্রীত বুমরার বলে বোল্ড হয়েছিলেন উমেশ যাদব। কিন্তু নো বল করার জন্য বিখ্যাত বুমরার পা নিয়ে সন্দেহ থাকায় তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন ফিল্ড আম্পায়ার। রিপ্লেতে দেখা যায়, বুমরার পা বেশ ভালোভাবেই দাগের পেছনে আছে। সে দৃশ্য দেখে সুনীল গাভাস্কার বলে ওঠেন, ‘এর জন্য তৃতীয় আম্পায়ারের কাছে যাওয়া লাগে না!’ সেই আউট নিয়ে আলোচনা সেখানেই থেমে গেল।
একটু পরে এক দর্শক টুইটারে ক্রিকইনফোর সঙ্গে যোগাযোগ করে ভুলটা ধরিয়ে দেন। টিভিতে যে ভিডিও দেখে আম্পায়ার নো বল হয়নি বলেছিলেন, সেটা আবার সবাইকে দেখিয়ে দেন। সে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, বুমরার পাশে নন-স্ট্রাইকে দাঁড়ানো ব্যাটসম্যানটা উমেশ যাদব। যে বলে বোল্ড হয়েছেন, সেই বলেই যাদব নন-স্ট্রাইকিং প্রান্তে!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভুল ভিডিও

২০ এপ্রিল, ২০১৮
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ