Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মালয়েশিয়ায় নিহত বেনাপোলের ৩ যুবকের দাফন সম্পন্ন

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনের লিফটের কেবল ছিড়ে নিহত যশোরের শার্শা ও বেনাপোলের তরিক, আজমিন ও ঝিকরগাছার সালাউদ্দিনের জানাজা শেষে ১১ দিন পর গতকাল বৃহস্পতিবার বিকালে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহতদের গ্রামের বাড়িতে স্ত্রী, বাবা মায়ের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। ৮এপ্রিল রাত ৮টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের জোহরবারু ফরেস্ট সিটিতে কাজ করার সময় লিফটের কেবল ছিড়ে এ দুর্ঘটনা ঘটে বলে নিহতদের স্বজনরা জানিয়েছেন। ১১ দিন পর নিহতদের লাশ বাড়িতে আনা হলে এলাকাবাসী শোকবিহ্বল হয়ে পড়েন। শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব বলেন, ঝিকরগাছা উপজেলার ছোট-পোদাউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে সালাহউদ্দিনের (৪২) লাশ বেলা ১১টায় নিজ বাড়িতে এসে পৌঁছায়। স্থানীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। শ্যামলাগাছি গ্রামের আবু তালেবের ছেলে আজমিন হোসেনের (২৬) বেনাপোল ধান্যখোলা গ্রামের আয়নাল হকের ছেলে তরিকুল ইসলাম তরিককে (৩২) বাদ জোহর জানাজার পর উপজেলার শালতায় এরবং ধান্যখোলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়া

৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ