Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

যৌতুক-বিরোধী জনমত গঠনে কাজ করছে আনজুমানে রজভীয়া ট্রাস্ট

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের সভাপতি আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী বলেছেন, এ ট্রাস্ট যৌতুক বিরোধী জনমত গঠনে কাজ করে যাচ্ছে। গত ১০ বছরে চট্টগ্রাম ঢাকা-কুমিল্লাসহ বিভিন্ন জেলা-উপজেলায় যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ করে আসছে। দেশবাসীর সহযোগিতা পেলে আগামীতে দেশের বেশিরভাগ জেলায় এ আন্দোলন ছড়িয়ে দেয়া হবে। গতকাল (বৃহস্পতিবার) অক্সিজেনস্থ কার্যালয়ে ট্রাস্টের অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। নির্বাহী সদস্য মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সহ-সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন। বক্তব্য রাখেন নুরুল হক, আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, অধ্যাপক মাসুম চৌধুরী, মাওলানা আবদুল কাদের রজভী, মোঃ আবু ছালেহ আঙ্গুর, মোহাম্মদ মিয়া জুনায়েদ, ডা. মোঃ কলিম উদ্দিন, জাহেদুল হাসান রুবায়েত, মাস্টার মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ হাসান, মুহাম্মদ ওমর ফারুক প্রমুখ। অভিষেক অনুষ্ঠান শেষে আবুল কাশেম নূরী কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যৌতুক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ