Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজিবের পরিবারের পাশে পটুয়াখালী জেলা প্রশাসন

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বাসের চাপায় হাত হারানোর ঘটনায় নিহত কলেজ ছাত্র রাজীবের পরিবারের পাশে দাড়িয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা প্রশাসক ড.মাছুমুর রহমান নিহত রাজিবের দুই ছোট ভাই হাফেজ মেহেদি হাসান ও হাফেজ মো:আবদুল্লাহার হাতে নগদ ৪৫ হাজার টাকা তুলে দেন। আর্থিক সহয়তা প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: হেমায়েত উদ্দীন,জেলা সমাজ সেবা কর্মকর্তা শীলা রানী দাস, প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যানার্জী, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, জেলা জাসদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলীপ,সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারন সম্পাদক মুজাহিদ প্রিন্সসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী,নিহত রাজিবের মামা মো: জাহিদুল ইসলাম ও খালা জাহানারা বেগম উপস্থিত ছিলেন। আর্থিক সহয়তা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান জানান,সরকারের পক্ষে পটুয়াখালী জেলা প্রশাসন নগদ ৪৫ হাজার টাকা প্রদান করছে। আরো এক লক্ষ টাকার চেক খুব অল্প সময়ের মধ্যে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি জানান,রাজিবের ছোট দুইকে পড়াশুনার জন্য প্রত্যেক মাসে উপবৃত্তি প্রদানের সিদ্ধান্গ গ্রহন করেছে জেলা প্রশাসন। আগামীতে পড়াশুনা করতে যাতে কোন অসুবিধা না হয় সে বিষয়ে জেলা প্রশাসন সচেষ্ট থাকবে বলে দাবী করেন তিনি। আর্থিক সহয়তা প্রদান অনুষ্ঠানে নিহত রাজিবের দুই ভাই কোরআন তেলওয়াত করে তার ভাইয়ের জন্য দোয়া মোনাজাত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজিব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ