Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

করমর্দন না করায় মুসলিম নারীর আবেদন বাতিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানে কর্মকর্তাদের সঙ্গে করমর্দন না করায় আলজেরিয় বংশোদ্ভূত এক মুসলিম নারীকে নাগরিকত্ব না দেওয়ার পক্ষে রায় দিয়েছে ফ্রান্সের শীর্ষ আদালত। গত বৃহস্পতিবার বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। ২০১০ সালে আলেজিরায়া থেকে আসা ওই নারী এক ফরাসি নাগরিককে বিয়ে করেন। ২০১৬ সালে ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইসেরিতে নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানে তিনি ফরাসি কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানান। তার দাবি, ধর্মীয় কারণে তিনি অন্য পুরুষের সঙ্গে করমর্দন করতে পারবেন না। এরপরই ফরাসি সরকার তার নাগরিকত্ব বাতিলের পদক্ষেপ নেয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ওই নারীর আচরণ ফরাসি সমাজের সঙ্গে সম্পৃক্ত নয়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ