পিটিআই কর্মীদের ‘অপ্রয়োজনীয়’ গ্রেফতার বন্ধ কর : পাকিস্তান সরকারকে আদালত

মঙ্গলবার ইসলামাবাদ এবং লাহোর হাইকোর্ট সরকারকে পাকিস্তান তাহরিকে ইনসাফ (পিটিআই) কর্মী ও নেতাদের ‘অকারণে’ হয়রানি
জাপানের মেয়র নির্বাচনে প্রার্থী করা হয়েছে এক রোবটকে। সুপার স্মার্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরখ করে দেখতে দেশটির ভোটাররা রোবটকে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। রোবটটির নাম মিচিহিতো মাতসুদা। জাপানোর টামা শহরে মেয়রের দায়িত্বভার নিতে রীতিমতো নির্বাচনী প্রচারেও নেমেছে রোবটটি। চলতি বছরেই নির্বাচনে জাপানের ভোটাররা রোবটকে ভোট দেয়ার সুযোগ পেতে যাচ্ছেন। টোকিওর পশ্চিমাঞ্চলের একটি জেলা শহর টামায় মিচিহিতোর নির্বাচনী শ্লোগান হচ্ছে, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল চেঞ্জ টামা সিটি’ (কৃত্রিম বুদ্ধিমত্তা টামা শহরকে পরিবর্তন করবে)। মিচিহিতোর পাশাপাশি জাপানের শীর্ষ রাজনীতিকরাও মেয়র পদে লড়ছেন। ডেইলি মিরর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।