Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতীয় বাংলা সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে ক্ষুব্ধ মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

‘এক জনের তিনটে বউ। তিনটে কুটুন্তি। দেখানোর দরকার কী? সবই ঝগড়া। বাবার পরিচয় নেই। এ ওকে বিষ খাওয়ায়। ও জলে বিষ মেশায়। যত সব খারাপ জিনিস। এসব দেখানো কেন? গতকাল শুক্রবার কলকাতা নেতাজী ইন্দোরে কেবল অপারেটরদের সংগঠনের বৈঠকে যোগ দিয়ে কার্যত এমনই প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেবল টিভি অপারেটর ও এমএসওদের বার্ষিক সাধারণ সভায় হাজির হয়ে রাখঢাক না করেই মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘‘রাজ্যে ফেক নিউজের রমরমা বেড়েছে। ফেকুবাবুদের ছড়ানো গুজবে অশান্তি তৈরি হচ্ছে। যদি, দেখেন এমন কোনও ঘটনা ঘটেছে, তা আপনারা দেখাবেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। সহিংসতা রুখে শান্তি রক্ষা করার দায়িত্ব আপনাদেরও আছে।’ হিংসা ছড়ানো রুখতে এমএসও ও কেবল অপারেটরদের বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে সিরিয়ালের বিষয়বস্তু নিয়েও প্রশ্ন তোলেন তিনি। টিভি চ্যানেলগুলির কর্তাদের উদ্দেশে প্রশ্ন ছোড়েন তিনি। বলেন, ‘এক জনের তিনটে বউ। তিনটে কুটুন্তি। দেখানোর দরকার কী? সবই ঝগড়া। বাবার পরিচয় নেই। এ ওকে বিষ খাওয়ায়। ও জলে বিষ মেশায়। যত সব খারাপ জিনিস। এসব দেখানো কেন?’
অনুষ্ঠানে কেবলটিভি অপারেটর শ্রমিকদের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা দেন তিনি। সূত্র : সংবাদ প্রতিদিন।

 



 

Show all comments
  • আরীফ মাহমুদ ২১ এপ্রিল, ২০১৮, ৩:৪৩ এএম says : 0
    এগুলো বন্ধ হওয়া দরকার
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতীয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ