Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মির্জাপুরে কালবৈশাখীতে ব্যাপক ক্ষতি

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ৬:৪২ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে কাঁচা ঘর-বাড়ি, গাছপালা ও বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার দুপুরের দিকে উত্তর পশ্চিম দিক থেকে বয়ে যাওয়া প্রায় আধা ঘণ্টা স্থায়ী এই কালবৈশাখী ঝড়ে উপজেলার দরানীপাড়া, খৈলিয়াজানী, ফতেপুর, থলপাড়া, পাকুল্যা, হিলড়াসহ বিভিন্ন গ্রামে প্রায় শতাধিক কাঁচা ঘর-বাড়ি এবং বিপুল সংখ্যক গাছপালা ভেঙে পড়েছে বলে স্থানীয়ভাবে খবর পাওয়া গেছে। এছাড়া কাল বৈশাখীতে উপজেলার বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। কোথাও কোথাও বৈদ্যুতিক খুঁটিও ভেঙে পড়েছে। ফলে দুপুর সাড়ে বারোটা থেকে সন্ধ্যায় এই রিপোর্ট পাঠানো সময় পর্যন্ত পুরো উপজেলা বিদ্যুৎবিহীন রয়েছে। বিশেষ করে পৌর এলাকার বাওয়ার কুমারজানী উত্তরপাড়া নামক স্থানে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের প্রধান সঞ্চালন লাইনের তিনটি খুঁটি ভেঙে গেছে। এতে শুধু মির্জাপুর উপজেলা নয়, টাঙ্গাইলের পল্লী বিদ্যুতের আওতাভুক্ত এলাকাসমূহের বিদ্যুৎ সরবরাহও বন্ধ রয়েছে বলে পল্লী বিদ্যুতের মির্জাপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোর্শেদুল ইসলাম জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালবৈশাখী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ