Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাতক্ষীরার কলারোয়ায় বন্দুক যুদ্ধে ধর্ষক নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৮, ১০:০২ এএম | আপডেট : ১২:৪০ পিএম, ২২ এপ্রিল, ২০১৮

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সোহাগ হোসেন (২৬) নামে এক ধর্ষক নিহত হয়েছে। এ সময় পুলিশ একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হিজলদি গ্রামে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
সোহাগ হোসেন উপজেলার বোয়ালিয়া গ্রামের শামসুর সরদারের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার জানান, সোহাগ শনিবার বিকালে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণ করে। এ ঘটনায় থানায় তাৎক্ষণিক মামলা রেকর্ড হয়। রাতে তাকে গ্রেফতারে অভিযানে গেলে সে পুলিশকে আক্রমণের চেষ্টা করে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে সে নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এ সময় পুলিশেরও দুই সদস্য আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রসঙ্গত, শনিবার বিকালে স্কুল থেকে ফিরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে ওই শিশুকে ধর্ষণ করে সোহাগ। এ ঘটনায় ওই শিশুর নানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
শিশুটি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 



 

Show all comments
  • গনতন্ত্র ২২ এপ্রিল, ২০১৮, ১০:১৫ এএম says : 0
    জনগন বলছেন, “ ধন্যবাদ, এদের জন্য নগদ শাস্তিই কাম্য ৷ “
    Total Reply(0) Reply
  • মো: মাসুম খন্দকার ২২ এপ্রিল, ২০১৮, ১১:১৫ এএম says : 0
    এমনটা না হলে আইনের ফাকে অপরাধী পার পেয়ে যায়। তবে অপব্যবহার যেন না হয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ