Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মুভি মোগল এ কে এম জাহাঙ্গীর খান-এর জীবনীগ্রন্থ প্রকাশ

| প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: গত ২১ এপ্রিল ছিল বাংলাদেশের চলচ্চিত্রে মুভি মোগল হিসেবে খ্যাত এ কে এম জাহাঙ্গীর খানের ৭৯তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে তার জীবন ও কর্ম নিয়ে সাংবাদিক আবদুল্লাহ জেয়াদ রচিত ‘মুভি মোগল একে এম জাহাঙ্গীর খান’ জীবনীমূলক গ্রন্থটি প্রকাশ করা হয়। ছয়টি অধ্যায়ে ৪১৬ পাতার এই গ্রন্থটিতে এ কে এম জাহাঙ্গীর খানের শৈশবকাল, চলচ্চিত্রে আত্মপ্রকাশ, মুভি মোগল উপাধি পাওয়া, বাণিজ্যক ছবি, ফোক ছবি, ফ্যান্টাসি বা পোশাকী ছবি এবং সাহিত্যধর্মী ছবির পর্যালোচনা ও নেপথ্যের ঘটনা উল্লেখ করা হয়েছে। জাহাঙ্গীর খানের সিনেমার জনপ্রিয গানের বিবরণ, সংলাপ, গল্প ইত্যাদি নেপথ্যের কথা আছে। গ্রন্থটিতে তাঁর জীবনের নানামাত্রিক দিক তুলে ধরা হয়েছে। সচিত্র ও তথ্য সমৃদ্ধ গ্রন্থটিতে সত্তর আশির দশকের চলচ্চিত্রের সামগ্রিক বৈশিষ্টসহ আমরা যাকে স্বর্নালী যুগের সিনেমার কথা বলে থাকি তার একটা ধারণা পাওয়া যাবে। দর্শকরা নস্টালজিয়ায় ভুগবেন এবং বর্তমান যারা চলচ্চিত্র নিয়ে অধ্যায়ন করছেন তাদের কাছেও বইটি গুরুত্ব বহন করবে। আরও আছে জাহাঙ্গীর খানের প্রযোজনা বিভিন্ন সিনেমার পোষ্টার, স্থিরচিত্রসহ অনেক দুর্লব ছবি। লেখক গ্রন্থটি উৎসর্গ করেছেন প্রয়াত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামকে। সার্বিক তত্ত¡াবধানে আলমগীর পিকচার্স লি.। গ্রন্থসত্ব বেগম বদরুন নাহার খান। উল্লেখ্য, এদেশের চলচ্চিত্রে এ কে এম জাহাঙ্গীর খানের অপরিসীম অবদান রয়েছে। তিনি একজন সফল প্রযোজক। তার প্রযোজিত ছবিগুলো একটানা ২৫ সপ্তাহ, ৮১ সপ্তাহ, ১০৩ সপ্তাহ অর্থাৎ রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, হীরক জয়ন্তী ছুঁয়ে সগৌরবে চলেছে। তার ছবির এই ঐতিহাসিক সাফল্যে চিত্রালীর সম্পাদক মরহুম আহমদ জামান চৌধুরী তাকে ‘মুভি মোগল’ উপাধিতে ভূষিত করেন। তার দেয়া এই উপাধি আজও সর্বমহলে স্বীকৃত। এ কে এম জাহাঙ্গীর খান চলচ্চিত্রে প্রথমে পরিবেশক ছিলেন। তারপর ১৯৭৬ সালে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার প্রথম প্রযোজিত ছবি নয়নমনি। পরিচালনা করেন আমজাদ হোসেন। ছবিটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। তারপর একের পর এক প্রযোজনা করেন তুফান, বিজয়িনী সোনাভান, রূপের রাণী চোরের রাজা, রাজকন্যা, বাদল, কুদরত, আলতাবানু, সওদাগর, রাজ সিংহাসন, তিন বাহাদুর, পদ্মাবতী, সম্রাট, চন্দ্রনাথ, ডাকু মর্জিনা, সোনাই বন্ধু, রঙিন রূপবান, রঙিন রাখালবন্ধু, শুভদা, রঙিন কাঞ্চন মালা, সাগর কন্যা, শীর্ষমহল, প্রেম দিওয়ানা, ডিসকো ড্যান্সার, বাবার আদেশ, আমার মা, রঙিন নয়নমনি ইত্যাদি দর্শকপ্রিয় ছবি। এসব ছবি প্রযোজনার আগে তিনি আলমগীর পিকচার্সের ব্যানারে পরিবেশনা করেন যাহা বলিব সত্য বলিব, এখানে আকাশ নীল, অপবাদ, সূর্যকন্যা, কি যে করি, আলিঙ্গন, সেতু, সীমানা পেরিয়ে, মা, নোলক ইত্যাদি। এ কে এম জাহাঙ্গীর খান ১৯৩৯ সালের ২১ এপ্রিল কুমিল্লার চিওড়া কাজী বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আলহাজ্ব সেকান্দার খান ছিলেন দেশ বিভাগের আগে আলীগড় বিশ্ববিদ্যালয়ের এম এ। পৈতৃকসূত্রে জাহাঙ্গীর খান শিল্পপতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ