Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাভারে জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

জমি দখলকে কেন্দ্র করে সাভারে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে এসময় আহত হয়েছে অন্তত ১০ জন। এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গতকাল রোববার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামে এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এলাকাবাসী জানায়, সামাইর এলাকার নাজিম উদ্দিন ও আলমগীর হোসেনের মধ্যে ১৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। পরে সকালে ওই ১৬ শতাংশ জমিতে ইট দিয়ে প্রাচীর নির্মাণ করতে যান সন্ত্রাসী আলমগীর। এসময় নাজিম উদ্দিন নামের ওই ব্যক্তি জমিতে প্রাচীর নির্মাণ করতে বাধা দেওয়ায় সন্ত্রাসী আলমগীর ও তার ভাই শাহ আলম, নাজিম উদ্দিন ও নাজিম উদ্দিনের ছেলে রিপন ও তাদের আত্মীয় মাসুম ও সোরওয়ার্দীকে পিটিয়ে আহত করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা তাদেরকে ধরে গণপিটুনি দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমি নিয়ে

২২ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ