Inqilab Logo

ঢাকা, রোববার, ১৬ আগস্ট ২০২০, ০১ ভাদ্র ১৪২৭, ২৫ যিলহজ ১৪৪১ হিজরী

‘চয়ন’ ও ‘দশদিগন্ত’ সাহিত্য ম্যাগাজিনের ২৭ বছর পূর্তি

‘চয়ন সাহিত্য ক্লাব স্বর্ণপদক-২০১৭’ প্রদান অনুষ্ঠান

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সম্প্রতি ‘চয়ন’ ও ‘দশদিগন্ত’ সাহিত্য ম্যাগাজিন এর ২৭ বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ‘চয়ন সাহিত্য ক্লাবের স্বর্ণপদক-২০১৭’ প্রদান, প্রখ্যাত লোকবিজ্ঞানী ড. আশরাফ সিদ্দিকী রচিত, আজিজা খাতুন হক অনূদিত দ্যা ফেইস অফ বাংলাদেশ ও ‘চয়ন প্রকাশন’ হতে প্রকাশিত মোহাম্মদ জিল্লুর রহমান সম্পাদিত ‘লালন শাহ:বহুমাত্রিক মূল্যায়ন’ ও কথাশিল্পী ওয়াসীম হক এর ছড়াগ্রন্থ ‘সবুজ গাঁয়ের হলদে পাখি’র প্রকাশনা উৎসব হয়। শেষে কবিতা পাঠ, সঙ্গীতানুষ্ঠান কবি লিলি হক এর সভাপতিত্বে জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কামাল লোহানী, বিশেষ অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ড. মিজানুর রহমান, সচিব বেগম আকতারী মমতাজ, সমাজকর্মী সেলিনা খালেক, প্রধান আলোচক সুসাহিত্যিক আলী ইমাম। পদকপ্রাপ্ত গুণীজন সঙ্গীতশিল্পী ড.নাশিদ কামাল, শিক্ষাবিদ খন্দকার হাসিনা বেগম।
বর্ণাঢ্য এই আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য লিলি হক সেন্টার থেকে চিকিৎসার্থে, শিশু খাদ্যে ও প্রতিবন্ধীকে অর্থ প্রদান করা হয়। বাগেরহাটের শরনখোলা বিশ্ববিদ্যালয় কলেজে ১ লাখ টাকার বই উপহার দেয়া হয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘চয়ন সাহিত্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ