Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহারাষ্ট্রে পুলিসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু ১৪ মাওবাদীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:৩৯ এএম

পুলিসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে ১৪ মাওবাদী। গত রোববার ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের গড়চিরলিতে। মৃতদের মধ্যে দু’জন কমান্ডারও রয়েছেন বলে মহারাষ্ট্র পুলিস সূত্রে জানানো হয়েছে।
পুলিস জানিয়েছে, গত রোববার সকাল থেকেই টাডগাঁওয়ের জঙ্গলে মাওবাদীদের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। কয়েক ঘণ্টা সংঘর্ষ চলার পর দুপুরের দিকে সাফল্য মেলে মহারাষ্ট্র পুলিসের। মৃত্যু হয় ১৪ জন মাওবাদীর। মৃতদের মধ্যে সাইনাথ ও সাইনু নামে দুই কমান্ডারও রয়েছেন।
মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে চলতি বছর এখনও পর্যন্ত এটাই সবথেকে বড় সাফল্য বলে জানিয়েছেন মহারাষ্ট্র পুলিসের ডিজি সতীশ মাথুর। সূত্র : জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ