Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

হিলিতে ঢেউটিন ও পিলার বিতরণ

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


হিলি সংবাদদাতা : বন্যার ক্ষতি পুষিয়ে নিতে দিনাজপুরের হিলিতে উপজাতি নারী ও পুরুষদের মাঝে ঢেউটিন, পিলার ও বাঁশ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজাতি অধ্যুষিত এলাকা হিলির জামতলিতে নরওয়ের সহযোগীতায় এনডিএফ কার্যালয়ে বন্যা পরবর্তী পূর্নবাসন কর্মসূচির আওতায় উপজাতি নারী ও পুরুষদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র জামিল হোসেন চলন্ত। এনডিএফ হিলি অফিসের ম্যানেজার মার্কুস সরেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এনডিএফ দিনাজপুর কার্যালয়ের ট্রেনিং অফিসার মেসমাউল সরকার, আইটি অফিসার পঙ্কজ লাকরা, হিলি উপজাতির চেয়ারম্যান রুপ লাল তির্কিসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এতে ১১৫ জন উপজাতি নারী ও পুরুষদের মাঝে ১১৫ বান্ডিল ঢেউটিন, ৫৭৫টি পিলার ও ৩৪৫টি বাঁশ বিতরণ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ