Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : মেসি-ইনিয়েস্তারা যা পারেননি সেটাই করে দেখালো ক্লবটির যুবারা। উয়েফা ইয়ুথ লিগে চেলসি অনুর্ধ্ব-১৯ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা অনুর্ধ্ব-১৯ দল। গত চার বছরে তৃতীয় শিরোপার হাতছানি ছিল চেলসির সামনে। কিন্তু তা হতে দেয়নি বার্সেলোনার যুব দল। পরশু অনুষ্ঠিত ফাইনালে চেলসিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। আলেহান্দ্রো মারকুয়েসের দুই গোলের পর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আবেল রুইজের গোলে কাতালান দলটির শিরোপা নিশ্চিত হয়। ২০১৪ সালে প্রথমবারের অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিরোপা জিতেছিল বার্সা। সুইজারল্যান্ডের নিয়নের স্তাদে ডি কোলোভ্রেতে দ্বিতীয়ার্ধে বেশ উজ্জীবিত খেলা উপহার দিয়েছেন জো এডওয়ার্ডসের চেলসি। ৩২ মিনিটে মারকুয়েসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এক গোলে এগিয়ে গিয়ে পুরো ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের করে নেয় বার্সেলোনা। বিরতির পর ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মারকুয়েস। শুক্রবার নাটকীয় এক পেনাল্টিতে পোর্তোকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল চেলসি। ৫৬ মিনিটে লুক ম্যাককোরমিকের জোড়ালো শট বার্সার পোস্টের উপর দিয়ে বাইরে চলে যাবার আগ পর্যন্ত চেলসি তেমন কোন আক্রমন করতে পারেনি। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে চেলসিই বেশী সুযোগ সৃষ্টি করে। যদিও ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে রুইসের গোলে বার্সার বড় জয় নিশ্চিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ