Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আবেদন করলেও পাসপোর্ট পাবেন না তারেক রহমান -ডিজি পাসপোর্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৮, ১১:৫৯ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দণ্ডিত হওয়ায় আবেদন করলেও তিনি পাসপোর্ট পাবেন না বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ রেজওয়ান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
মাসুদ রেজওয়ান বলেন, বাংলাদেশি পাসপোর্ট ছাড়া লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। পাসপোর্টের আবেদন করতে হলে তাকে দেশে ফিরতে হবে। তবে তিনি যেহেতু দণ্ডিত ব্যক্তি তাই আবেদন করলেও পাসপোর্ট পাবেন না।
তবে পাসপোর্টের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পৃক্ততা নেই বলে জানান পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক। তিনি বলেন, ২০১৪ সালে তারেক রহমানের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। পরে নতুন পাসপোর্টের জন্য তিনি আবেদন করেননি। তবে ব্রিটিশ ট্রাভেল পাস নিয়ে তিনি বাংলাদেশে আসতে পারেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারেক রহমান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ