নারায়ণগঞ্জে হবে কন্টেইনার-বাল্ক টার্মিনাল নদীপথে ব্যবসা-বাণিজ্য হবে সমৃদ্ধশালী

অভ্যন্তরীণ নৌ-পথে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর থেকে কন্টেইনার আসা-যাওয়ার সুবিধায় বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।
মাদারীপুরের শিবচরে ট্রাক চাপায় পিষ্ট হয়ে ভেকুর (মাটি কাটার মেশিন) চালক সালাম ফকির (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ছালাম ফকির শিবচর পৌর এলাকার শিবরায়ের কান্দি গ্রামের ইউসুব ফকিরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল দুপুরে উপজেলার বাবলাতলা এলাকায় রাস্তার পাশে স্থানীয় ভেকু চালক সালাম ফকির দাঁড়িয়েছিলেন। এসময় ঢাকা-খুলনা মহাসড়ক সিক্সলেনে উন্নীত করনে মাটি পরিবহনের কাজে নিয়োজিত একটি ট্রাক পেছন দিকে আসতে গেলে সালাম ফকিরকে চাপা দেয়। এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।