Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাখাইন প্রশ্নে আন্তর্জাতিক চাপে পড়ছে মিয়ানমার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

মিয়ানমার সরকার রাখাইন রাজ্যে মুসলিম সমপ্রদায়ের প্রতি তার আচরণ এবং মানবাধিকার লঙ্ঘন, অন্যান্য জাতিগত এলাকায় সামরিক বাহিনীর আচরণ এবং সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা প্রশ্নে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মধ্যে পড়তে যাচ্ছে। এসব ঘটনা আন্তর্জাতিক সমালোচনার সৃষ্টি হচ্ছে, নতুন করে অবরোধের শঙ্কা বাড়ছে। বিশেষ করে দেশটির সেনাবাহিনী বা তাতমাদাও নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে। মানবাধিকার লঙ্ঘনের পেছনে সেনাবাহিনীই সক্রিয় ছিল বলে অভিযোগের প্রেক্ষাপটে তারা চাপে রয়েছে। রাখাইন রাজ্যের মুসলিম উদ্বাস্তুদের সমস্যা সমাধানে সরকারের প্রয়াসও খতিয়ে দেখবে আন্তর্জাতিক সমপ্রদায়। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাখাইন

১৮ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ