Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভীতি আর বহিষ্কারের খাঁড়ার মুখে ভারতীয় সাংবাদিকরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ভারতে মতপ্রকাশ ও কথা বলার স্বাধীনতা দিয়েছে সংবিধান। দেশটিতে বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ মিডিয়া রয়েছে। কিন্তু সাংবাদিকেরা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার প্রশাসনের সমালোচনা করে প্রতিবেদন প্রকাশ থেকে বিরত রাখার জন্য তাদেরকে ক্রমবর্ধমান হারে ভীতি প্রদর্শন করা হচ্ছে। গত ছয় মাসে বিভিন্ন প্রভাবশালী মিডিয়া প্রতিষ্ঠানের অন্তত তিনজন সিনিয়র সম্পাদক পদত্যাগ করেছেন। তাদের মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন মোদির বিজেপি সরকার বা তাদের সমর্থকদের মধ্যে ক্রোধের সৃষ্টি হওয়ার পর তারা সরে দাঁড়াতে বাধ্য হন বলে সহকর্মীরা জানিয়েছেন। কয়েকজন সাংবাদিক ও টেলিভিশন অ্যাঙ্কর রয়টার্সকে জানিয়েছেন, তাদেরকে শারীরিক ক্ষতির হুমকি দেওয়া হয়েছে। গত বুধবার বার্ষিক ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স প্রকাশিত হয়। প্যারিসভিত্তিক রিপোটার্স উইদাউট বর্ডার্স জানায়, বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ভারতের অবস্থান এখন ১৩৮তম। গত বছরের চেয়ে তাদের মান দুই ধাপ কমেছে। জিম্বাবুয়ে, আফগানিস্তান ও মিয়ানমারের চেয়েও খারাপ অবস্থা ভারতের। ২০০২ সালে ইনডেক্স চালুর সময় ভারতের অবস্থান ছিল ১৩৯টি দেশের মধ্যে ৮০তম। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানায়, হিন্দু জাতীয়তাবাদীরা তাদের কথিত জাতীয়তাবাদবিরোধী সব ধ্যান ধারণা মুছে ফেলার চেষ্টা করায় মূলধারার মিডিয়ায় সেলফ-সেন্সরশিপ বাড়ছে। অনলাইনে তীব্র আক্রমণ হচ্ছে তাদের ওপর। গ্রুপটি জানায়, সাংবাদিকদের টার্গেট করে বিদ্বেষপূর্ণ কথাবার্তা ছড়ানো হচ্ছে। সরকারের মুখপাত্ররা সাংবাদিকদের এসব অভিযোগের ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তারা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স-এর সাথে এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি। অবশ্য সব ভারতীয় সাংবাদিক এ সমস্যায় পড়ছে না। মোদির সমর্থক রাজনৈতিক কলাম লেখক ও পার্লামেন্ট সদস্য স্বপন দাসগুপ্ত বলেন, সংবাদপত্র স্বাধীনতা র‌্যাংকিং ‘বস্তুনিষ্ঠ নয়।’ তিনি বলেন, গত কয়েক বছরে সংবাদপত্রের স্বাধীনতা সঙ্কুচিত হওয়ার মতো কিছু আমি দেখিনি। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বহিষ্কার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ