Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

২০২৪ ইউরো, ২০২৬ বিশ্বকাপ: ট্রাম্প চায় বিশ্বকাপ তুরস্ক ইউরো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের স্বাগতিক হতে চাওয়া যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরোধিতা না করতে ফিফার সদস্য রাষ্ট্রগুলোকে সতর্ক করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিশ্বকাপ আয়োজনে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর প্রতিদ্ব›দ্বী হিসেবে লড়বে আফ্রিকার দেশ মরক্কো। এ ব্যাপারে ১৩ জুন মস্কোয় সিদ্ধান্ত নেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর আগে ১৯৯৪ সালে এককভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রে আবারও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই আসর আয়োজনের ব্যাপারে আশাবাদী ট্রাম্প এক টুইটে বিরোধিতাকারীদের জন্য প্রচ্ছন্ন হুমকিই দিয়ে রাখলেন, ‘আমরা যে দেশগুলোকে সব সময় সমর্থন করি তারা যদি যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিপক্ষে লড়ে তাহলে এটা হবে লজ্জাজনক। এই দেশগুলোকে কেন আমরা সমর্থন করবো যখন তারা আমাদের সমর্থন করে না।’
এদিকে, আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের ইউরো আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। উয়েফার সদর দপ্তর নিওঁতে গত বৃহস্পতিবার তুরস্কের ফুটবল ফেডারেশনের সভাপতি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। এর দুই দিন আগে টুর্নামেন্ট আয়োজনের জন্য আগ্রহ জানিয়ে প্রস্তাব জমা দেয় জার্মানি। আগামী সপ্তাহগুলোতে জার্মানি ও তুরস্কের প্রস্তাব বিশ্লেষণ করবে উয়েফা। ২৭ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটের পর জানা যাবে কে হচ্ছে টুর্নামেন্টটির আয়োজক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ