Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জীবন্ত মডেলকে খেয়ে ফেললো পোকায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

জর্জিয়ার সাবেক মডেল রেবেকা জেনি। তাকে জীবন্ত খেয়ে ফেলেছে প্যারাসাইট মাইটস বা পরজীবী পোকামাকড়। তাকে ভর্তি করা হয়েছিল জর্জিয়ার একটি নার্সিং হোমে। তার শরীরে ছিল পাঁচড়া জাতীয় সংক্রমণ। এতে তার দেহের পুরো রক্ত নষ্ট হয়ে যায়। পচে যেতে থাকে শরীর। এক পর্যায়ে তাকে ফেলে রাখা হয়। তখন জীবন্ত রেবেকা জেনিকে পোকামাকড়ে খেয়ে তার জীবনাবসান ঘটায়। মৃত্যুর পর ময়না তদন্তে দেখা গেছে, তিনি মারা গেছেন পচন রোগ থেকে। তাকে পোকামাকড়ে খেয়ে ফেলেছে। এ বিষয়ে স্থানীয় স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তাদের বলা হয়েছিল, তাকে যেখানে রাখা হয়েছিল সেখানে পোকামাকড়ের ভীষণ উপদ্রব। কিন্তু তারা এ বিষয়টি কানেই তোলেনি। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, মানব শরীরে যদি এমন কোনো পোকামাকড় কামড় দেয় যা থেকে চুলকানি হয়, সেখান থেকে সংক্রমণ ঘটতে পারে। এমন রোগ সৃষ্টির জন্য দায়ী স্ক্যাবিস। অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক পরজীবী ত্বকের উপরের স্তরে কামড় দেয়। তারা বসবাসও করে সেখানে এবং ডিমও দেয় এই ত্বকের ওপরে। ফক্স নিউজ।



 

Show all comments
  • ইয়াকুব ২৯ এপ্রিল, ২০১৮, ৪:৪৭ এএম says : 0
    খুবই ভয়ংকর বিষয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মডেলকে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ