Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খুলনায় সম্মিলিত পেশাজীবী পরিষদের সেমিনার বাতিল

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

পুলিশ প্রশাসনের বাধায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, খুলনা আয়োজিত সেমিনার বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় মহানগরীর হোটেল ক্যাসল সালাম ইন্টারন্যশনালের ব্যাঙ্কোয়েট হলে ‘গণতন্ত্র, আইনের শাসন ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পেশাজীবী পরিষদের এই সেমিনারে কেন্দ্রীয় আহ্বায়ক ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতাদের বক্তব্য রাখার কথা ছিল। সম্মিলিত পেশাজীবী পরিষদ খুলনা শাখার সদস্য সচিব অধ্যাপক ডা. শেখ মো. আখতার উজ জামান জানান, পুলিশ প্রশাসন গত শুক্রবার দিবাগত মধ্যরাতের পরে হোটেল কর্তৃপক্ষকে মৌখিকভাবে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হবে না বলে জানায়। বিষয়টি জানার পর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, অনুষ্ঠানস্থল সদর থানার অধীনে। সদর থানার ওসি জানিয়েছেন, এই মুহূর্তে আয়োজনস্থলের নিরাপত্তা প্রদানে তারা অপারগ। তিনি জানান, গভীর রাতে পুলিশ প্রশাসনের এই সিদ্ধান্ত জানার পর ঢাকার অতিথিদের সঙ্গে যোগাযোগ ও আলাপ সাপেক্ষে সেমিনারটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। অনেকেই অনুষ্ঠানস্থলে গিয়ে দেখেন পুলিশসহ সরকারের সব গোয়েন্দা সংস্থার অসংখ্য সদস্য সমগ্র হোটেলকে ঘিরে রেখে সতর্ক অবস্থান নিয়েছে। নিরাপত্তার অজুহাতে সেমিনারের অনুমতি না দিলেও গতকাল শনিবার সকালে খুলনা মহানগরীর সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত অঞ্চলে পরিণত হয় হোটেল ক্যাসল সালামখুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর পুলিশের বাধার কারণে সেমিনার বাতিলের বিষয়টি অস্বীকার করে বলেন, আমাদের কাছে অনুমতি নিতে কেউ আসেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্মিলিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ