Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গোপালগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যানকে মারপিটের ঘটনায় গ্রেফতার ৪

প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যানকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। হিন্দুর জমিতে মাটি ফেলে জোর করে রাস্তা নির্মাণের বিরোধ মেটাতে গেলে প্রভাবশালী হান্নান শেখ ও তার লোকজন উপজেলা ভাইস চেয়ারম্যানকে মারপিট করে। গত মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার চিংগুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হান্নান শেখসহ ১৮ জনকে আসামি করে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মঙ্গলবার রাতে ৪ আসামিকে গ্রেফতার করে গতকাল বুধবার জেল হাজতে পাঠিয়েছে। মামলা দায়েরের পর থেকে হান্নানের লোকজন ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাসকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে। উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস বলেন, গত সোমবার রাতে চিংগুড়ি গ্রামের মঙ্গল বিশ্বাসের জমির তিল ও মুগের ফসলের ওপর মাটি ফেলে একই গ্রামের হান্নান শেখ রাস্তা নির্মাণ করেন। এতে মঙ্গলের তিল ও মুগ ফসলের ক্ষতি হয়। গত মঙ্গলবার সকালে মঙ্গল বিশ্বাস তার জমি থেকে হান্নানের বাঁশ খুঁটি তুলে ফেলেন। এ খবর হান্নানের কাছে পৌঁছানোর পর তিনি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে লোকজন নিয়ে মঙ্গল বিশ্বাস, তার ছেলে ও ভাতিজাকে মারপিট শুরু করেন। মারপিট ঠেকাতে গেলে হান্নান আমাকে হত্যার হুমকি দেন। তিনিসহ তার লোকজন আমাকে মারপিট করেন। পরে এ ব্যাপারে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করা হয়। টুঙ্গিপাড়া থানার ওসি মাহামুদুল হক বলেন, মামলা দায়ের করার পর আমরা চার আসামিকে গ্রেফতার করেছি। অন্যদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোপালগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যানকে মারপিটের ঘটনায় গ্রেফতার ৪
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ