Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামের শান্তির বাণী ছড়িয়ে দেয়ার লক্ষে সিনেমা নির্মাণ করছেন অনন্ত

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট : বেশ কয়েক বছর ধরেই সিনেমা থেকে দূরে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক, পরিচালক ও দেশের বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল। এরই মধ্যে তার জীবনযাপনে এসেছে আমূল পরিবর্তন। তিনি ইসলামের খেদমত ও মানবসেবায় নিজেকে নিয়োজিত করেছেন। ফলে প্রথাগত সিনেমা থেকে তিনি দূরে সরে রয়েছেন। তবে ইসলাম ও মানবতার সেবা কীভাবে সিনেমার মাধ্যমে তুলে ধরা যায়, এ নিয়ে দীর্ঘদিন ধরেই চিন্তাভাবনা করছেন। এ নিয়ে গবেষণাও করেছেন। তার এ গবেষণা বাস্তবে রূপ লাভ করতে যাচ্ছে। ইসলামের সেবা নিয়ে তিনি নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সন্ত্রাস নয়, শান্তির ধর্ম ইসলাম এমন শ্বাশত বাণী নিয়ে নির্মাণ করবেন তার নতুন সিনেমা দ্বীন-দ্য ডে। এতে অনন্ত ও তার স্ত্রী বর্ষা অভিনয় করবেন। জানা গেছে, সিনেমাটির শূটিং হবে মরক্কো ও সিরিয়ায়। ইরান ও মরক্কো থেকে একজন নায়িকা ও বেশকিছু অভিনয়শিল্পী নেয়া হবে। সিনেমাটির চিত্রনাট্য তৈরি করছেন ছটকু আহমেদ। বেশ কয়েক মাস আগে অনন্ত ইসলাম ধর্মের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। তবে তিনি জানিয়েছিলেন, ইসলামে চলচ্চিত্র নির্মাণের বিষয়টি কীভাবে দেখা হয়, তা ভালোভাবে জেনে সিনেমা নির্মাণের কাজ করবেন। তিনি জেনেছেন এবং বুঝেছেন। এখন প্রস্তুতি শুরু করেছেন। ইসলামকে খারাপভাবে উপস্থাপন করে পশ্চিমাবিশ্ব কী ফায়দা লুটতে চায়? এ প্রশ্নকে গুরুত্ব দিয়ে তিনি ইসলামকে ইতিবাচকভাবে উপস্থাপন করতে চাচ্ছেন। তিনি বারবার বলেছেন, ইসলাম কখনোই সন্ত্রাসবাদ সমর্থন করে না। ইসলাম শান্তির কথা বলে। বর্তমানে একটা অশুভ শক্তি, মুসলমানদের জঙ্গি বানিয়ে মুসলমানদের বিরুদ্ধেই ব্যবহার করছে। আর এতে মুসলমানদের স¤পর্কে নেতিবাচক ধারণা ছড়িয়ে দেয়া হচ্ছে। তিনি বলেন, মুসলমানরা সন্ত্রাসী নয়, ইসলাম সন্ত্রাসবাদ সমর্থন করে না। তিনি জানান, এখানে ধর্মীয় স¤প্রীতি, সংস্কার, মুক্ত চিন্তা, ধর্মকে মানুষের কল্যাণে ব্যবহার বিষয়ক কিছু বার্তা থাকবে। তবে তা উপভোগ্য করে তুলে ধরা হবে। সবকিছু ঠিক থাকলে ২০১৯ সালের প্রথম দিকেই সিনেমাটির শূটিং শুরু করতে চাই। মুক্তি দিতে চাই রোজার ঈদে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ