Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৮, ১২:০০ এএম


অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। গতকাল কোম্পানিটি ৩০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটি গতকাল তিন হাজার ৫২৫ বারে ৯৮ লাখ ৬৬ হাজার ৩৬৩টি শেয়ার হাতবদল করেছে। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডেল্টা ব্রাক হাউজিং লিমিটেড। কোম্পানিটির ২১৩ বারে ১১ লাখ ৯৪ হাজার ৮৬৪টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ১৬ কোটি ৪৮ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা বিবিএস ক্যাবলস ৩ হাজার ৮৫৩ বারে ১৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ব্রাক ব্যাংক, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, বিএসআরএম স্টিল লিমিটেড, স্কয়ার ফার্মা, নাভানা সিএনজি ও কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ