Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিশ্বব্যাংকের কাছে ভারতের পানি চুক্তি লঙ্ঘন তুলে ধরবে পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০১৮, ৭:৩৪ পিএম

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) নয়া দিল্লির পরিকল্পনা ভণ্ডুল করার লক্ষ্যে ভারতের সিন্ধু পানি চুক্তির (আইডব্লিউটি) শর্ত লঙ্ঘনের বিষয়টি জোরালোভাবে বিশ্বব্যাংকের কাছে উত্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। কমিটির বৈঠকের পর এক বিবৃতিতে জানানো হয়, ভারতের পানিচুক্তিটি লঙ্ঘনের বিষয়টি বিশ্বব্যাংকের কাছে উত্থাপনের জন্য কমিটি পানিসম্পদ বিভাগকে নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল, অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবায়ের মাহমুদ হায়াত, সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসি, বিমানবাহিনী প্রধান মার্শাল মুজাহিদ আনোয়ার খান, আইএসআই মহাপরিচালক লে. জেনারেল নাভিদ মুখতার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লে. জেনারেল (অব.) নাসের খান জানজুয়া এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। ভারত বিতর্কিত কিষানগঙ্গা পানিবিদ্যুৎ প্রকল্প সম্পন্ন করার পর পাকিস্তান ১৯৬০ সালে সম্পাদিত সিন্ধু পানিচুক্তির ব্যাপারে দায়দায়িত্ব পালনের জন্য বিশ্বব্যাংকের প্রতি আহ্বা ন জানায়। নিলাম নদীর ওপর এ প্রকল্পটি অবস্থিত। এছাড়া চেনাব নদীতে তৈরি করা হচ্ছে র‌্যাটল পানিবিদ্যুৎ প্রকল্প। কমিটি কাউন্সিল অব কমন ইন্টাররেস্টস অনুমোদিত পানিনীতি ও প্রধানমন্ত্রী ও চার মুখ্যমন্ত্রীর সই করা পানি সনদকে স্বাগত জানায়। অর্থমন্ত্রী গত পাঁচ বছরের অর্থনৈতিক দক্ষতার বিষয়টি কমিটির কাছে তুলে ধরেন। কমিটি এতে সন্তোষ প্রকাশ করে। কমিটিতে নতুন ভিসা নীতি নিয়েও আলোচনা হয়। এতে পর্যটক, ছাত্র ও চিকিৎসা গ্রহণে ইচ্ছুকদের সুবিধা দেওয়ার কথা রয়েছে। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ