Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

তিন দিনের সরকারি সফরে পাকিস্তানে ড.গওহর রিজভী

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর আন্তজাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওর রিজভী তিন দিনের সফরে পাকিস্তানে গেছেন। প্রধানমন্ত্রীর কাযালয়ের মো. আহসান কিবরিয়া সিদ্দিকী পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, প্রধানন্ত্রীর আন্তজাতিক উপদেষ্টা ড. গওহর রিজভীকে পাকিস্তানের করাচির হাবিব বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় একাডেমিক কাউন্সিলের সভায় যোগদানের জন্য গত ৩-৫ মে পর্যন্ত ৩ (তিন) দিন (যাতায়াত সময় ব্যতিত) পাকিস্তানের করাচিতে ভ্রমনের সরকারি কাজে কর্তব্যরত হিসেবে গন্য করা হবে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এদিকে পাকিস্তান সফর শেষে আগামী ৭ মে থেকে তিনদিনের জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর আন্তজাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওর রিজভী। সেখানে সাউথ এশিয়ান চ্যাম্পিয়ন গ্রæপের সভায় যোগ দিবেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ