যশোরের পুলিশ সুপারকে ডিএমপিতে বদলি
যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, যশোরের
বগুড়া শহরের ফুলবাড়ী এলাকায় সোমবার দুপুরে স্থানীয় জনতা রুবেল হোসেন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। সে ওই এলাকার সঞ্জু মিয়ার ছেলে। শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমজাদ হোসেন ওই যুবককে পিটিয়ে হত্যার কথা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রুবেল হোসেন এলাকায় চাঁদাবাজি করে আসছিল। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। এছাড়া সে একাধিক ব্যক্তির নিকট থেকে টাকা ধার নিয়ে পরিশোধ করেনি। এ নিয়ে এলাকাবাসী তার উপর ক্ষুদ্ধ ছিল। বেশ কিছুদিন আত্মগোপন করে থাকার পর সোমবার দুপুর আড়াইটার দিকে নিজ এলাকায় গেলে স্থানীয় জনতা টের পয়ে তাকে আটক করে। এরপর বিক্ষুদ্ধ এলাকাবাসী তাকে বেধড়ক পেটায়। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়।
খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।