Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামিক জীবনযাত্রা ও তথ্য নির্ভর চলচ্চিত্র নির্মাণ করবো -অনন্ত

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ইসলাম শান্তির ধর্ম- এ বিষয়টিকে উপজীব্য করে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক, পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল। তবে সিনেমাটির নির্মাণ কাজ শুরু করতে বেশ সময় লাগবে বলে তিনি জানান। তিনি বলেন, আমার ব্যবসা ও অন্যান্য কাজের পাশাপাশি চলচ্চিত্রটির কাজ স¤পন্ন করতে একটু সময় লাগবে। তবে সময়মত চলচ্চিত্রের সকল তথ্য আপনাদের কাছে আমি উপস্থাপন করবো। আশা করি, আপনারা আমার পাশে থেকে উৎসাহ দেবেন। তার চলচ্চিত্রটির নাম দিন-দ্যা ডে। সিনেমাটি নির্মাণ প্রসঙ্গে অনন্ত বলেন, আমি বাংলাদেশে প্রথম ডিজিটাল চলচ্চিত্র নির্মান করেছিলাম। আর আশা করি, এবারও বাংলাদেশে প্রথম ইসলামিক জীবনযাত্রা ও তথ্য নির্ভর চলচ্চিত্র নির্মাণ করবো। ইসলামিক তথ্য নির্ভর চলচ্চিত্রটিতে থাকবে ইসলাম নিয়ে অসংখ্য ম্যাসেজ। যেমনটি নির্মাণ করে ইসলামিক দেশগুলোতে। আমরা জানি, ইসলাম কখনোই সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ সর্মথন করে না, আর এই তথ্যটিই আমি আমার চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। তিনি বলেন, আরেকটি বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন মনে করি। সেটি হলো, মুফতি উসামা ইসলাম কোনোভাবেই আমার এই সিনেমার সাথে জড়িত নন। আমি বলেছিলাম, সিনেমার গল্প ভাবনা আমার ও মুফতি উসামা ইসলামের। আসলে কথাটি এভাবে বুঝাতে চেয়েছিলাম যে মুফতি উসামা ইসলামের বিভিন্ন বয়ানে আমি এটা শুনেছি ইসলাম শান্তির ধর্ম, সন্ত্রাসবাদ ইসলাম ছড়ায় না। তাঁর কথা থেকে আমার মাথায় আসে যে পুরা দুনিয়ার মানুষকে এটা জানানো দরকার ইসলাম শান্তির ধর্ম, ইসলামে সন্ত্রাসের কোনো জায়গা নেই। এই কথা বোঝানোর জন্য বলেছিলাম সিনেমার গল্প ভাবনা আমার ও মুফতি ওসামা ইসলামের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ